The Online Admission is ongoing from 05/05/2025 to 20/06/2025
***** ফর্ম ফিলআপে এগিয়ে যাওয়ার আগে দয়া করে বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন *****
ফাজিল প্রথমবর্ষ ও বৃত্তিমূলক উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ভর্তীর জন্য নিম্ন লিখিত নিয়ম মেনে অনলাইন এ আবেদন করতে হবে ।
ফর্ম ফিলাপ এর জন্য ₹30 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে |
যে কোনো সমস্যার জন্য টাকা কোনো ভাবে ফেরত দেওয়া হবে না ।
বহিরাগত ছাত্রদের জন্য ৫০ শতাংশ মার্কস বাধ্যতামূলক অন্যথায় ফর্ম বাতিল বলে গণ্য হবে।
ফর্ম ফিলাপ করতে যে কোনো সমস্যার জন্য মো - 9800618169 যোগাযোগ করুন ।
ফর্ম ফিলআপে এগিয়ে যাওয়ার আগে নীচের জিনিস গুলো প্রস্তুত রয়েছে কি না দেখে নিতে হবে।
Online generated Transfer Certificate (বাংলার শিক্ষা পোর্টাল) বাধ্যতা মূলক শুধু মাত্র বহিরাগত ছাত্রদের জন্য।
আবেদনকারীর আধার কার্ড নং.।
BPL no required if the Candidate is from BPL category
একটি সচল মোবাইল নম্বর (যোগাযোগের জন্য)।
রঙিন পাসপোর্ট সাইজের ছবি, 20KB এর চেয়ে কম হওয়া উচিত।
Online TC, Birth Certificate, Bank Passbook, Aadhaar Card, (Gurdien Voter ID For Class-VIII & IX Girls) original Scan একত্রে PDF করে upload করতে হবে। file size 1 MB এর মধ্যে হতে হবে।
class-IX ও class-XI এর ছাত্রীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের কন্যাশ্রী ট্রন্সফারের প্রমান পত্র। না হয়ে থাকলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শংসাপত্র।
বৃত্তিমূলক বিভাগে কতৃপক্ষের নিয়ম অনুসারে মোট 30 জনকে ভর্তী নেওয়া হবে।